এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল বৃহস্পতিবার প্রকাশিত হবে,দেখবেন যেভাবে

- আপডেট সময়ঃ ১০:৪৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / 41
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল ১৪ নভেম্বর, বৃহস্পতিবার প্রকাশিত হবে। এ বছর যেসব বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। তবে সাবজেক্ট ম্যাপিং করা বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা সম্ভব হয়নি।
১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয়।
বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা, তা পরীক্ষা করা হয়।
এখন থেকে প্রতিটি বোর্ড দুপুর ২টা থেকে ৩টার মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে সক্ষম হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন। পূর্বের মতো এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ফল জানার পদ্ধতি:
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো এসএমএসের মাধ্যমে, এবং অন্যটি হলো নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখা।
প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফল জানা যায়, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে তা ভিন্ন। এখানে প্রার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য যে মোবাইল নম্বর প্রদান করেছেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।
শিক্ষার্থীরা তাদের শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফলাফল জানতে পারবেন।
গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই বছর সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৭৮ শতাংশ। ১১টি শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।