০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
চট্টগ্রামে প্রতিবন্ধী নারীর ওপর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার II

- আপডেট সময়ঃ ০৩:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / 38
চট্টগ্রামে প্রতিবন্ধী নারীর ওপর ধর্ষণের ঘটনায় পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (১০ নভেম্বর) সীতাকুণ্ডের দারোগারহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি জোরারগঞ্জ দক্ষিণ ধুমপাড়া এলাকার মোঃ সিরাজের পুত্র মোঃ রিয়াজ (২১)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিন আগে প্রতিবন্ধী নারী জোরারগঞ্জ ভাইয়ের বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এ সময় আসামি মোঃ রিয়াজ নারীকে একা পেয়ে মুখ বেধে ধুম ইউনিয়নের আনোয়ারের পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের হলে সীতাকুণ্ড থেকে পলাতক মোঃ রিয়াজকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগসঃ
জোরারগঞ্জ থানা দারোগারহাট বাজার ধর্ষণ মামলা নারী ও শিশু নির্যাতন মামলা প্রতিবন্ধী নারী সীতাকুণ্ড