আরো ২৬৫ কোটি টাকা পেলো দুর্বল ৩ ব্যাংক।

- আপডেট সময়ঃ ১০:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / 48
দুর্বল তিনটি ব্যাংক, যেগুলো তারল্য সংকটে ভুগছে, সেগুলোকে মোট ২৬৫ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করেছে শক্তিশালী ব্যাংকগুলো। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সময় সংবাদকে এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, তারল্য সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করার জন্য ঋণ প্রদান করছে শক্তিশালী ব্যাংকগুলো। এর ফলে তারল্য সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলো কিছুটা আর্থিক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। ঋণ সহায়তা প্রদানকারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক, পূবালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।
এর আগে, ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে একটি বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এই বৈঠকে তিনি আর্থিক অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে আরও বেশি অর্থ সহায়তা প্রদানের জন্য শক্তিশালী ব্যাংকগুলোকে আহ্বান জানান।